×
ব্রেকিং নিউজ :
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ শুরু করছে পাকিস্তান-নিউজিল্যান্ড “দ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ” গঠনে জাতীয় সংসদকে পরামর্শ প্রদান করে হাইকোর্ট রায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস ঝালকাঠিতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ১৪ জন নিহত মুজিবনগর দিবস টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে মানুষের ঢল মুজিবনগর দিবসে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের আলোচনা সভা জয়পুরহাটে বেগুন, শসা, করলাসহ অন্যান্য সবজির দাম কমেছে বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি
  • প্রকাশিত : ২০২৩-০২-১৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সংগঠনের দুইজন সক্রিয় সদস্যকে আজ লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১৪ বছর করে কারাদন্ড দিয়েছেন। দুপুরে আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে জেএমবি সদস্য রাকিবুল ইসলাম রাকিব ও একই উপজেলার পুর্ব সিন্দুর্না এলাকার আমিনুর রহমানের ছেলে নাহিদ হাসান।
লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, ২০১৭ সালে ২৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা এলাকায় জেএমবি সদস্য রাকিবুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। নাশকতামূলক গোপন বৈঠক করাকালীনে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বাড়ির মালিক রাকিবুলকে আটক করা হয়। এসময় ওই বাড়ি থেকে একটি মোবাইল, ২টি ডায়েরি ও ২২টি জিহাদী বই উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাদি হয়ে ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা।
মামলাটির দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে দুই আসামীর উপস্থিতিতে মামলা রায় ঘোষণা করেন লালমনিরহাট আদালতের বিশেষ ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। রায়ে জঙ্গি রাকিবুল ইসলাম রাকিব ও নাহিদ হাসানকে সন্ত্রাস আইনে ১৪ বছর করে কারাদন্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের হাজতে থাকা সময় সাজা থেকে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়।
এ মামলায় অভিযুক্ত বাকি ৩ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাস প্রাপ্তরা হলেন- মেহেদি হাসান মিশান, হাসানুল বান্না ও জামাল উদ্দিন।
আদালতের সরকারী কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat