×
ব্রেকিং নিউজ :
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য : অর্থ প্রতিমন্ত্রী বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭ জন কারাগারে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিসিবির প্রাথমিক দল ঘোষণা বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী রাজস্ব আয় ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সকল উন্নয়নের পৃষ্ঠপোষক : স্পিকার স্থিতিশীল সরকার থাকায় দেশে উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
  • প্রকাশিত : ২০২৩-০৩-১১
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যাটার ড্যারিল মিচেলের সেঞ্চুরি, পেসার ম্যাট হেনরির হাফ-সেঞ্চুরির পর আরেক পেসার ব্লেয়ার টিকনারের বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে লড়াইয়ে ফিরেছে  স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে শ্রীলংকার ৩৫৫ রানের জবাবে মিচেল-হেনরির ব্যাটে চড়ে ৩৭৩ রান করে নিউজিল্যান্ড। মিচেল ১০২ ও নয় নম্বরে নামা হেনরি ৭২ রান করেন। ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৮৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৩ উইকেটই নিয়েছেন টিকনার। ৭ উইকেট হাতে নিয়ে ৬৫ রানে এগিয়ে শ্রীলংকা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬২ রান করেছিলো নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে ছিলো কিউইরা। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন।
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্রেসওয়েল ও অধিনায়ক টিম সাউদি ২৫ রানে  আউট হলে  ২৩৫ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। অষ্টম উইকেটে হেনরির সাথে জুটি বেঁধে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন  মিচেল। সেঞ্চুরির পর ১০২ রানে শ্রীলংকার পেসার লাহিরু কুমারার বলে আউট হন তিনি। ১৯৩ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন মিচেল।
দলীয় ২৯১ রানে অষ্টম ব্যাটার হিসেবে মিচেল ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুুড়িয়েছেন দুই বোলার হেনরি ও নিল ওয়াগনার। নবম উইকেটে ৪৯ বলে ৬৯ রান যোগ করে নিউজিল্যান্ডকে লিড এনে দেন তারা। হেনরি ও ওয়াগনারকে শিকার করে নিউজিল্যান্ডকে ৩৭৩ রানে থামিয়ে দেন শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি করে ৭৫ বলে ৭২ রান করেন হেনরি। ১০টি চার ও ৩টি ছক্কা মারেন হেনরি। ২৪ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করেন ওয়াগনার। শ্রীলংকার আসিথা ৪টি, কুমারা ৩টি ও রাজিথা ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয়বারের মত ব্যাট করতে নেমে টিকনারের তোপের মুখে পড়ে শ্রীলংকার টপ-অর্ডার। টিকনারের শিকার হয়ে ওশাদা ফার্নান্দো ২৮, অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৭ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া ২ রানে অপরাজিত আছেন। ২৮ রানে ৩ উইকেট নেন টিকনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat