×
ব্রেকিং নিউজ :
টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত ও নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর জয়পুরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বুধবার আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করছে : ওবায়দুল কাদের নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না : শিক্ষার্থীদেরকে রাষ্ট্রপতি শেরপুরের ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বিতরণ লক্ষ্মীপুরে হত্যা মামলায় তিনব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড আসছে বাজেটে তামাক দ্রব্যে অধিক হারে করারোপের দাবি রাষ্ট্রীয় কোষাগারে জমির উদ্দিন সরকারের ২৭ লাখ টাকা জমা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী ভোক্তা-অধিকার আইনের যথার্থ বাস্তবায়নে চাই সম্মিলিত প্রচেষ্টা : রাষ্ট্রপতি
  • আপডেট টাইম : 12/03/2023 07:15 PM
  • 44 বার পঠিত
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ বিনিয়োগের আওতায় আগামী বছর থেকে সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।   
শনিবার সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি’র নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সাথে টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পরিদর্শনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় মানবসম্পদ ও কারিগারি সহায়তা বাংলাদেশ থেকে নেয়া হবে।’
সালমান বলেন, ‘আমরা শতভাগ মানসম্মত ওষুধ উৎপাদনের চেষ্টা করি। ওষুধ রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করি- যাতে করে দেশের বাইরের মানুষও বাংলাদেশে উৎপাদিত এই ওষুধের ওপর আস্থা রাখতে পারে। সারা বিশ্বের মানুষই বলে যে বাংলাদেশের ওষুধের মান খুব ভাল। আমাদের ওষুধ যে শুধু মানসম্মত তাই নয়, অধিকন্তু আমাদের ওষুধের মূল্যও অন্যান্য দেশের ওষুধের মূল্যের তুলনায় অনেক কম।’
মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি বলেন, বাংলাদেশে ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এখনো কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তিনি বলেন, ‘আমরা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে অন্বেষন চালাবো। পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও মানবসম্পদ রপ্তানির সম্ভাবনার সুযোগও কাজে লাগতে চাই।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...