×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ২৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণিকা ‘ফেরা’র মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম)ও স্মরণিকা উপ-কমিটির আহবায়ক জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, চারণ কবি অধ্যক্ষ রওশন আলী, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা এসএ বাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সেক্রেটারি শরফুল আলম লিটু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, দৈনিক ওশান পত্রিকার অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, পরিচালক আসাদ রহমান, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, চিত্রশিল্পী এসএম সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তার অংকিত ছবিতে কৃষক, কৃষাণী, জেলে, কামারসহ গ্রাম বাংলার খেঁটে খাওয়া মানুষের জীবন চিত্র তুলে ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat