×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ট্রাম্প সমর্থকদের ‘আবর্জনা’ বলায় সমালোচনার মুখোমুখি বাইডেন সুপার টাইফুন কং-রে-র সাথে লড়ছে তাইওয়ান হ্যারিসের সমাবেশে ক্যাপিটলে দাঙ্গা নিয়ে সমর্থকদের উল্লাস স্পেনে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লাশ উদ্ধার দক্ষিণ আফ্রিকার রান ৫শ’ ছাড়ালো আমি প্রচুর গালিগালাজ শিখেছি : পরী মণি বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৭৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজনীতিতে কাজ করবেনঃঅপু বিশ্বাস
বিনোদন ডেস্ক:-আমার সাথে দিদির কথা হয়েছে। তিনি নিজ থেকেই আমাকে ফোন দিয়েছেন। হঠাৎ করে হারিয়ে যাওয়ার জন্য তিনি অনুতপ্ত। যদিও কারণ বলেননি। বলেছেন সামনা সামনি সব কিছু খুলে বলবেন। ‘আমার রাজনীতি ছবিতে কোনো কাজ বাকি থাকলে সেটি তিনি শেষ করতে চেয়েছেন।’ এভাবেই ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছিলেন ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস।  সম্প্রতি স্বেচ্ছা নির্বাসন শেষে অপু বিশ্বাস সবার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। শেষ করতে চাইছেন অর্ধসমাপ্ত কাজ। ছবির বর্তমান অবস্থা সম্বন্ধে পরিচালক বলেন, ‘আমার টেকনিক্যাল টিমসহ আমি কয়েকদিন আগে ছবিটি দেখেছি। আমার ছবি সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ হয়েছে, সেখান থেকে কেটে আড়াই ঘণ্টায় নিয়ে এসেছি। ছবি একেবারেই টানটান অবস্থায় আছে। এরই মধ্যে কিছু জায়গাতে দিদিকে ব্যবহার করতে পারব। জায়গাও ঠিক করেছি। আসলে দিদি নিখোঁজ হওয়ার পর কিছু কাজ শাকিব খানকে দিয়ে শেষ করেছিলাম, যেখানে অপু দিদি থাকলে ভালো হতো। আমরা সেই জায়গাগুলোতে তাঁকে নিয়ে শুটিং করব।’অপুকে নিয়ে শুটিং করা প্রসঙ্গে বুলবুল বিশ্বাস বলেন, “একদিনের জন্য হলেও দিদিকে নিয়ে শুটিং করতে চাই। আগামী মার্চ মাসে হতে পারে, এখনো ঠিক নেই তবে তিনি যেহেতু ফিরেছেন তাই আমি চাই আমার ‘রাজনীতি’ ছবি দিয়েই তিনি আবারও কাজ শুরু করবেন।”অভিনেতা মিলনের সঙ্গে অপুর কোনো রোমান্টিক গান আছে কি না জানতে চাইলে বুলবুল বিশ্বাস বলেন, ‘ছবির গল্পে মিলন ভাই অপুকে এক তরফা ভালোবাসে। সেখানে কোনো রোমান্টিক গানের সুযোগ নেই। যদি থাকতো তা হলে অবশ্যই করতাম। আর এর আগে যে গান করেছিলাম সেখান থেকেও দুটি গান বাদ দিতে হয়েছে ছবির গতি ধরে রাখতে। আবার ছবির প্রয়োজনে একটি গান নতুন করে লিখে তা শুট করেছি। আমি আসলে যা করছি তা ছবির প্রয়োজনেই।’‘রাজনীতি’ ছবিতে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া প্রমুখ। ছবিটির গান করছেন ফুয়াদ ও অদিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat