রুপন দত্ত, চট্টগ্রাম প্রতিনিধি:-ইজি টাচ্ ই-কমার্স লিমিটেড এর এচিভমেন্ট সেলিভ্রেশন প্রোগ্রাম মঙ্গলবার সমুদ্র নগরী কক্সবাজারের হোটেল মিশুক এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কোম্পানির চেয়ারম্যান ইলিয়াছ সরদার, ব্যবস্থাপনা পরিচালক এস এইচ মিলন বাপ্পি, কক্সবাজার জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানচেয়ারম্যান , সংবাদ বিডি২৪ এর চেয়ারম্যান শাহ মোঃ দিদার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম এ অাহাদ সেলিম, সিনিয়র সহ সম্পাদক অালহাজ্ব হুসাইন অালী রাজন, বিশেষ প্রতিনিধি মোঃ নূর উদ্দিন, ইজি টাচ্ এর নির্বাহী পরিচালকসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অাগত সকল সেলিভ্রিটি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পদবী অর্জনকারী ২০ জনকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।