×
ব্রেকিং নিউজ :
এনআইডি সংশোধন ও ভোটার এলাকা স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড নির্বাচনের বাজেট নিয়ে উদ্বেগের কারণ নেই: অর্থ উপদেষ্টা ব্যর্থতার দায়ে ইসরাইলের বেশ কয়েকজন জেনারেলকে বরখস্তের ঘোষণা ‘ভূমি’ অ্যাপ উদ্বোধন করলেন ভূমি উপদেষ্টা বেলজিয়ামজুড়ে ৩ দিনের ধর্মঘটের প্রস্তুতি নারীদের সুরক্ষা নিশ্চিত করাই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজ: সমাজকল্যাণ উপদেষ্টা পাকিস্তান সীমান্ত পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩ আমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল : ড. সালেহউদ্দিন
  • প্রকাশিত : ২০১৯-০৫-০৫
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আহসানউল্লাহ মাস্টার শুধু শ্রমজীবী মানুষের নয়, গণমানুষেরও নেতা ছিলেন : মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিউজ ডেস্ক:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন,আহসানউল্লাহ মাস্টার শুধু শ্রমজীবী মানুষের নয়, গণমানুষেরও নেতা ছিলেন।
তিনি আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে, শহীদ আহসানউল্লাহ মাস্টারের ১৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায়এ কথা বলেন।
এডভোকেট আহসানউল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ এ স্মরণ সভার আয়োজন করে।
আ. ক. ম মোজাম্মেল হক বলেন, শ্রমিক নেতা আহসানউল্লাহ মাষ্টার জাতির জন্য জীবন দান করেছেন। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামেও তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন,তাকে (আহসানউল্লাহ) শুধু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেই হবে না, তার চারিত্রিক বৈশিষ্ট্যও অনুসরণ করতে হবে । তার জ্ঞান, শিক্ষা গ্রহণ করে জীবনে কাজে লাগাতে হবে । তার রক্ত যেন বৃথা না যায় এজন্য তার আদর্শের বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী বলেন, তৎকালীন ক্ষমতাসীন সরকার আহসানউল্লাহ মাস্টারের জঘন্য হত্যাকান্ডের পর তদন্ত ছাড়াই এ হত্যাকান্ডকে দলীয় অভ্যরীণ কোন্দল বলে চালিয়ে দেয়। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তখন সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের চেষ্টা করলেও তা করতে দেয়া হয়নি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
প্রধান বক্তা ছিলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ। অপরদিকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক আতাউর রহমান।
শহীদ আহসানউল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আহসানউল্লাহ মাস্টার আজীবন মানুষের সেবা করে গেছেন।
পরিষদের সভাপতি এডভোকেট আব্দুল বাতেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধে শামসুন্নাহার ভুঁইয়া এমপি,জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কূর আহমেদ ও সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat