×
ব্রেকিং নিউজ :
দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাঁধা দূর করতে ভুটান ও বাংলাদেশ উভয় পক্ষ সম্মত দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে : ভূমিমন্ত্রী দু’টি বিদেশী এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হচ্ছে মে মাসে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আগামীকাল সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী আব্দুস সামাদ আজাদের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা স্বাস্থ্যমন্ত্রীর সরকারি খরচায় ১০ লক্ষাধিক মানুষকে আইনি সেবা দিয়েছে লিগ্যাল এইড শহীদ শেখ জামালের জন্মদিন আগামীকাল
  • প্রকাশিত : ২০২০-০৪-৩০
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রান্স বুধবার জানিয়েছে, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়ালো। তবে হাসপতাল ও আইসিইউ’তে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ নিয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে মহামারি কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এখন মোট ২৪ হাজার ৮৭ জনে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবারের তুলনায় বুধবার মৃতের সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। আগের দিন মৃতের এ সংখ্যা ছিল ৩৬৭।
তবে সম্প্রতি ফ্রান্সে করোনাভাইরাস পরিস্থিতির ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় গত কয়েক দিন ধরে দেশটির বিভিন্ন হাসপাতালে করোনা রোগীর সংখ্যা ৬৫০ জন এবং আইসিইউতে এ রোগীর সংখ্যা ১৮০ জন কমেছে।
প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ফ্রান্সের করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন আগামী ১১ মে থেকে শিথিল করার ব্যাপারে দেশটির কর্ম পরিকল্পনা ঘোষণা দেয়ার এক দিন পর নতুন এ সংখ্যা প্রকাশ করা হলো।
প্রধানমন্ত্রীর কর্ম পরিকল্পনায় বলা হয়, দেশের বিভিন্ন দোকান-পাট ও কিছু স্কুল ফের খুলে দেয়া হবে। তবে ক্যাফে ও রেস্তোরাঁ এখন বন্ধ থাকবে। গণ পরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
তিনি জোরদিয়ে বলেন, সরকার অর্থনীতি রক্ষা এবং করোনায় আক্রান্তের নতুন ঢেউয়ের হুমকি রোধে একটি ভাল পদ্ধতি চালু করেছে। এক্ষেত্রে লোকজনকে সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘সামান্য অসতর্কতার কারণে ফের এ মহামারি শুরু হতে পারে। আর এ সামন্য সাবধানতার কারণে পুরো দেশ এর হাত থেকে বেঁচে যেতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat