×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২০-১২-২৬
  • ৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে জুনায়েদ বাবুনগরী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আহমদ শফীর শ্যালক ও মামলার বাদী মো. মাঈন উদ্দীন।
আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মলেনে তিনি এ দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন শফিপুত্র হেফাজতের সাবেক প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীর অনুসারি হিসেবে পরিচিত মাওলানা মঈউদ্দিন রুহীসহ অন্যান্যরা।
আহমদ শফিকে পাকিসবতানের দোসর জামায়াত-শিবিরের প্রেতাত্মারাই হত্যা করেছে উল্লেখ তিনি বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর মতো একজন আলেম সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন।’
মঈন উদ্দিন বলেন, ‘গত ১৬-১৯ সেপ্টেম্বর পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় কি ঘটেছে বা কি ঘটেছিল- আপনারা সবাই জানেন। কওমি ভিশনের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মদ্রাসায় অবস্থান করে সকল ঘটনা লাইভ প্রচার করেছেন। আপনারা দেখেছেন আল্লামা শফী হুজুরের রুম কিভাবে ভাংচুর ও লুটতরাজ করা হয়েছে। শফী হুজুরকে হত্যা করার জন্য বারংবার হুমকি দেয়া হয়েছে। মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রীস, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা ইনামুল হাসান, মাওলানা জুনায়েদ উপস্থিত থেকে জোরপূর্বক শফী হুজুরকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ থেকে পদত্যাগে বাধ্য করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার ভগ্নিপতী আল্লামা শাহ আহমদ শফী হুজুরের জানাযাকালীন সময়ে জুনায়েদ বাবুনগরীর সরাসরি হস্তক্ষেপে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, বিএনপি, নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরসহ বিভিন্ন সংগঠনের নেতাদের পরিকল্পিত অবস্থান লক্ষণীয় ছিল। আমার ভাগিনা মাওলানা ইউসুফ জানাযা পড়িয়েছিলেন। জানাযা পূর্ব ইসলামের রীতি অনুযায়ী সন্তানের বক্তব্য রাখার কথা। যদিও তিনি বক্তব্য রেখেছেন কিন্তু জুনায়েদ বাবুনগরীর দোসররা তার বক্তব্যকে সীমিত ও নির্ধারণ করে দিয়েছিল। ফলে আমার ভাগিনা তার অন্তরে লুকিয়ে থাকা কষ্টগুলো সে দিন বলতে পারেনি।’
সংবাদ সম্মেলনে মঈন উদ্দিন বলেন, ‘জুনায়েদ বাবুনগরী সংবাদ সন্মেলনে বলেছেন- শহীদ আল্লামা শাহ আহমদ শফী হুজুরের বড় ছেলে তার পিতার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলেছেন। আমার ভগ্নিপতীর মতো আমার ভাগিনাকেও হত্যা করবে বলে তার ৩ ছেলেকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিলেন। ইতোমধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে আমার ভাগিনা ওই দিন কোন পরিবেশে বক্তব্য দিতে বাধ্য হয়েছিলেন, তা দেশবাসীকে জানিয়েছেন। বাবুনগরী সবকিছু জেনে, বুঝে আমার নাম ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা আল্লামা শাহ আহমদ শফী হত্যার বিচার চেয়ে কোর্টে মামলা করেছি। কোর্ট পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। তদন্তে দোষীরা চিহ্নিত হবে, কিন্তু দুঃখের বিষয় জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক গংরা মামলা প্রত্যাহারের জন্য একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি মাদ্রাসার অনেক নিরীহ শিক্ষক ও ছাত্রকে জুনায়েদ বাবুনগরী ব্যক্তিগতভাবে উষ্কানি দিচ্ছেন। উদ্দেশ্য প্রনোাদিতভাবে হাটহাজারী মাদ্রাসাকে বাবহার করে সংবাদ সম্মেলন করেছেন। আমরা হাটহাজারী মাদ্রাসার মত পবিত্র জায়গাকে কলুষিত করার জন্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat