জেলা পুলিশ, হবিগঞ্জ এর কঠোর নিরাপত্ত্বায় আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) হবিগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ,
সংবাদমাধ্যমকর্মী এবং যুবসমাজসহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় গত ২৮/০৯/২০২৫ খ্রি: হতে শুরু হয়ে ০২/১০/২০২৫ খ্রি: পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হয়। কোন ধরনের বিশৃঙ্খলা ব্যতীত এ বছর হবিগঞ্জ জেলার ০৯ টি থানা এলাকার সর্বমোট ৬৬১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাসে ফিরে যান এবং আগামী শরতে তিনি আবার বাবার গৃহে ফিরে আসবেন। ভক্তদের বিশ্বাস, দেবীর বিদায়ের সঙ্গে পৃথিবী থেকেও সকল অপশক্তির বিনাশ ঘটে।
হবিগঞ্জ জেলা পুলিশকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করায় পুলিশ সুপার, হবিগঞ্জের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।