×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৩৩৭জনে দাঁড়াল।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৫ ঘণ্টায় বিভাগে আরও ৮৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ১৬৬ জন।
নতুন শনাক্তদের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার এবং ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সবমিলিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৩৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১০০ জন।
বর্তমানে ২৬৬ জন শনাক্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট করোনা আইসোলেশন সেন্টার, ওসমানী মেডিকেল হাসপাতাল আইসোলেশন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ২৪২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, হবিগঞ্জ হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat