×
ব্রেকিং নিউজ :
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন : মেয়র তাপস ভোলায় মহান মে দিবস পালন রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্পের উদ্বোধন চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮ মিল্টন সমাদ্দার গ্রেপ্তার জাতির পিতার সমাধিতে রাজউক চেয়ারম্যানের শ্রদ্ধা সিলেটের আদালত পাড়ায় ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমেই আওয়ামী লীগের জন্ম : শেখ পরশ
  • প্রকাশিত : ২০২১-০৬-২৭
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই বদলী খেলোয়াড় ফেডেরিকো চিয়েসা ও মাত্তেও পেসিনার অতিরিক্ত সময়ের দুই গোলে অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফেবারিট ইতালি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশুন্য ড্র হবার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে আজ্জুরিরা দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে রবার্তো মানচিনির দলকে স্বস্তিতে থাকতে দেয়নি অস্ট্রিয়া। ৯৫ মিনিটে চিয়েসার গোলে স্বস্তি ফিরে আসে ইতালি শিবিরে। এরপর ১০৫ মিনিটে পেসিনার গোলে দলের জয় নিশ্চিত হয়। রোমে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়ী হয়ে গ্রুপ-এ‘র শীর্ষ দল হিসেবে দাপটের সাথে শেষ ১৬‘তে খেলতে আসা ইতালি ইউরো চ্যাম্পিয়নশীপের ইতিহাসে এই প্রথমবারের মত নিজেদের সঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে। 
গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে হারানোর দলটি থেকে সাতটি পরিবর্তন করে কাল মূল একাদশ সাজিয়েছিলেন ইতালীয় বস মানচিনি। মধ্যমাঠে ম্যানুয়েল লোকাতেল্লির স্থানে খেলতে নেমেছিলেন মার্কো ভেরাত্তি। উরুর ইনজুরির কারনে দলের আবারো বাইরে ছিলেন গিওর্গিও চিয়েলিনি। লন্ডনে আসা বিশাল একদল ইতালিয়ান সমর্থকের সড়ব উপস্থিতিতে ম্যাচের শুরুটাও দারুনভাবেই করেছিল ইতালি। লেফট-ব্যাক থেকে লিওনার্দো স্টিনাজ্জোলা বারবার প্রতিপক্ষের জন্য বিপদজনক হয়ে উঠছিলেন। প্রথম সুযোগটিও তিনিই তৈরী করেছিলেন। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের বাইরে চলে যায়। পরমুহূর্তে ভেরাত্তির কাছ থেকে বল পেয়ে বাম দিক থেকে আক্রমন চালান লোরেঞ্জো ইনসিগনে। কিন্তু তার কার্লিং শট অস্ট্রিয়ান গোলরক্ষক ড্যানিয়েল বাখমান সহজেই রুখে দেন। স্পিনাজ্জোলার ক্রস থেকে নিকোলো বারেলার শট কোনমতে পা দিয়ে আটকে দেন বাখমান। কাউন্টার এ্যাটাকর থেকে অস্ট্রিয়াও আক্রমন চালানোর চেষ্টা করেছে। লিওনার্দো বনুচ্চিকে পাশ কাটিয়ে মার্কো অরনাটোভিচ শট নিলেও তা গোলের ঠিকানা খুঁজে পায়নি। ২০ গজ দুর থেকে ল্যাজিও স্ট্রাইকার সিরো ইমোবিলের শট পোস্টে না লাগলে তখনই হয়ত এগিয়ে যেতে পারতো ইতালি। সব ধরনের পজিশনে আধিপত্য দেখালেও অস্ট্রিয়ানদের পরাস্ত করতে ব্যর্থ হচ্ছিল আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে মানচিনির দল গোল হজম করা থেকে বেঁচে যান। গিওভান্নি ডি লোরেঞ্জোর অযথাই এক ফাউল থেকে প্রাপ্ত ফ্রি-কিকাট কাজে লাগাতে পারেননি ডেভিড আলাবা। ৬৫ মিনিটে আলাবার হেড থেকে কোনাকুনি হেডে অরনাটোভিচ বল জালে জড়ালেও ওয়েস্ট হ্যামের এই স্ট্রাইকারের গোলটি অফসাইডের কারনে বাতিল করে দেয় ভিএআর। স্টিফান লেইনারকে ফাউলের অপরাধে পেসিনার বিপক্ষে অস্ট্রিয়া পেনাল্টির জোড় আবেদন জানালে এবারও তাদের হতাশ করে ভিএআর প্রযুক্তি। বদলী খেলোয়াড় লোকাতেল্লির চিপ থেকে ডোমেনিকো বেরারডির বাইসাইকেল কিক অল্পের জন্য ইতালিকে এগিয়ে যেতে দেয়নি। নির্ধারিত সময়ে গোলশুন্য ভাবে শেষ হলে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।
তবে অতিরিক্ত সময়ে ফেবারিট ইতালিকে আর বেশীক্ষন অপেক্ষা করতে হয়নি। দুর্দান্ত খেলা স্পিনাজ্জোলার পিন পয়েন্ট পাস থেকে চিয়েসা দারুনভাবে বল নিজের নিয়ন্ত্রনে নিয়ে অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটের মধ্যে ইতালিকে এগিয়ে দেন। গোল হজম করে অস্ট্রিয়া অনেকটাই ছন্দহীন হয়ে পরে। লেইনারের শট লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ১০ মিনিট পর আবারো পেসিনার গোলে ব্যবধান দ্বিগুন হলে ইতালির জয় নিশ্চিত হয়। কিন্তু এরপরেও ম্যাচের নাটকীয়তা কিছুটা বাকি ছিল। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে কর্ণার থেকে দারুন এক হেডে সাসা কালাজিক এক গোল পরিশোধ করলেও তা অস্ট্রিয়ার হার আটকাতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat