সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজগজ্ঞ সরকারি বিশ্বিবদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আলমগীর হোসাইনের বিশেষ নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ডুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্তরে রাজমান, ডুবডাঙ্গা, রাউতান ও ভাটবেড়া এলাকাবাসীদের নিয়ে এক বিশেষ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ মতবিনিময় সভায় আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর হোসাইন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের গড়া আওয়ামী লীগের একজন বীর সৈনিক, আমি সত্য কে সত্য বলা, আর মিথ্যা কে মিথ্যা বলা, শিখেছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও দূর্গানগর ইউনিয়নে অনেক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কেউ নির্বাচনি প্রতিশ্রুতি রাখেনি। অত্র এলাকায় কোন রাস্তা নেই, মুমুর্ষ রুগি নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যাবস্থা নেই। এলাকা বাসির প্রানের দাবি ছিল রাস্তার উন্নয়ন। নির্বাচনের আগে বিগত চেয়ারম্যান গুলো প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেনি। দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গা,ভাটবেড়া,রাউতান ও রাজমান এলাকায় রাস্তাগুলো মান্দাতার আমলের, এই এলাকায় যানবাহনতো দুরের কথা বাইসাইকেল নিয়ে চলাচল করাই কঠিন। বেশির ভাগ গ্রামের রাস্তাগুলো বছরে ছয় মাস থাকে পানির নিচে। আমাকে ইউনিয়ন বাসি আসন্ন ২৮ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি দূর্গানগর ইউনিয়নের রাস্তা-ঘাট স্কুল- কলেজের মাননোন্নয়ন করাসহ আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো।
এ সভায় আরও বক্তব্য রাখেন, অবঃ সাজেন্ট রবিউল করিম ,অবঃ বিডি আর বাবর আলী,আলহাজ্ব তৈয়ব আলী,সানাউল্লাহ ও মাহতাব সরদার প্রমুখ।