সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেল হত্যা দিবস পালিত হয়েছে । জেল হত্যা দিবস উপলক্ষে ০৩ নভেম্বর বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন । এর পর দুপুরে উপজেলা আওয়ামিলীগ আয়োজিত উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, আওয়ামিলীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার ।