×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১১-১২
  • ৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় লালখা এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি পাচঁতলা বাড়ির নীচতলার দেয়াল ধসে এবং আগুনে দ্বগ্ধ হয়ে দুই নারী নিহত ও ১০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক র্সাজারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রির্পোট জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার লালখা মোক্তার হোসেনের পাচঁতলা বাড়ির নীচ তলার চারটি ফ্ল্যাটে প্রায় ২০-২২ জন সদস্য বসবাস করে আসছিলো। বসবাসকারি সবাই নিন্ম আয়ের মানুষ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নীচ তলার ফ্লাটে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে ফ্লাটের চারপাশের দেয়াল এবং ভেতরের রুমের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের ভেতেরে ঘুমিয়ে থাকা মায়া রানী দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ওই সময় রাস্তা দিয়ে মেয়ে পুর্ণিমাকে জন্ডিজ চিকিৎসা করানো জন্য কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন মা মঙ্গলী রানী বিশ্বাস । এতে মা এবং মেয়ে দুইজনই দেয়ালে চাপা পড়ে। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা মঙ্গলী রানী বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আর মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যায়। আহত হয় আরো ১০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার (ওসি) রাকিবুজ্জামান জানান, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দেয়াল চাপা পড়ে দুই নারী নিহত হয়েছে। আগুনে দ্বগ্ধ হয়ে আরো ১০ আহত হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে। ধারণা করা হচ্ছে গ্যাসে চুলা চাবি বা লিকেজ থেকে গ্যাস বের হয়ে রুমের জমাট বাধা ছিলো। তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে বিস্ফোরন কেন হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানী ফতুল্লা জোনের এ জি এম প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের খরর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির নীচে সেপটি ট্যাঙ্কি রয়েছে। গ্যাসের চুলার লিকেজ নাকি অন্য কোথাও লিকেজ দিয়ে গ্যাস বের হয়ে বিষ্ফোরন ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat