×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ১২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত হয়ে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে আটকে পড়া বেসরকারি খাতের নভোএয়ার এয়ারলাইন্সের বিমানটি সরিয়ে ফেলেছে। বুধবার সন্ধ্যায় অবতরণের সময় সামনের চাকাটি ফেটে ফেটে গেলে বিমানটি রানওয়ের মাঝখানে আটকা পড়েছিল।
আজ বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের এক বিজ্ঞপ্তিতে বলাহয়, নভোএয়ারের বিমানটি (ফ্লাইট নং ভিকিউ-৯৬৭) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৯ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে যাত্রা করে বুধবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করলে সামনের চাকা ফেটে যায়। চাকা ফেটে যাওয়া সত্ত্বেও ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন তানভীর ইসলাম বিমানটিকে রানওয়ের মাঝখানে থামাতে সক্ষম হন এবং সকল যাত্রী ও ক্রু নিরাপদে বিমান থেকে নেমে যায়।
কিন্তু রানওয়ের মাঝখানে বিমানের অবস্থানের কারণে সৈয়দপুর বিমানবন্দরে সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘটনার পরপরই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন দুর্ঘটনাকবলিত বিমানটির উদ্ধার অভিযান শুরু করে।
খবর পেয়ে রাতেই বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার এবং ১৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ।
ভারপ্রাপ্ত জিওসির প্রত্যক্ষ নির্দেশনা অনুযায়ী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারর্স (ইএমই) সেন্টার ও স্কুলের সহযোগিতায় আজ ভোর ২ টার মধ্যে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেয়ার মাধ্যমে এই অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।
ফলে, সৈয়দপুর বিমানবন্দরটি সকাল থেকেই বিমান উড্ডয়ন এবং অবতরণের উপযোগী হয় এবং বিমানবন্দরের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat