×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছে। 
এ উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, বিএমপি (বার)-এর কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এই আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সিটি ব্যাংকের এই অনুদান গোয়েন্দা বিভাগের বিদ্যমান সরকারী কাঠামোর উন্নয়ন ঘটাবে এবং মহানগরের সার্বিক নিরাপত্তা জোরদার করবে। ভবিষ্যতে সিটি ব্যাংককে নিয়ে ডিএমপি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের জন্য আরও কাজ করবে।’ 
সিটি ব্যাংকের এই সহযোগিতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘সমাজের কল্যাণে সিটি ব্যাংক সবসময় জনসেবামূলক কাজ করে থাকে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে এই অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেসন্স) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন এন্ড ডিবি) মো. মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat