×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৭৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর চট্টগ্রামের সেরা ৪২ করদাতাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম আয়কর বিভাগ। অনুষ্ঠানে এ করদাতাদের ফুল, স্মারক, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
চট্টগ্রাম চেম্বার ভবনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আজ দুপুরে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকে উৎসবমুখর পরিবেশে সম্মাননা জানানো হয়।
কর অঞ্চল-১ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৪ এর কমিশনার এমএম ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর কমিশনার একেএম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জুমান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর অঞ্চল ৩ এর কমিশনার মো. মাহমুদুর রহমান, মেট্রোপলিটন চেম্বার সিএমসিসিআই পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী, কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ প্রমুখ।
মাহবুবুল আলম বলেন, বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে উন্নীত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এ উন্নয়ন অভিযাত্রায় সক্ষম ব্যক্তিদের ভ্যাট-ট্যাক্স দিতে হবে সরকারকে।
তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা দেশের সার্বিক উন্নয়নের জন্য ভ্যাট-ট্যাক্স দিতে চাই। কিন্তু কোনো ধরণের হয়রানি বা ভয়ভীতি থেকে নয়, স্বেচ্ছায় দেব। আবার কতিপয় ব্যক্তির ওপর বোঝা চাপিয়ে দিলে চলবে না। করের আওতা বাড়াতে হবে। তিনি প্রতিটি উপজেলায় কর অফিস চালুর প্রস্তাব করে বলেন, তাহলে করদাতা যেমন বাড়বে, করের পরিমাণও বাড়বে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat