×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“আপনার অধিকার, আপনার দায়িত্ব; দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যে সারা দেশে আজ পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস।
গোপালগঞ্জ : দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। সকালে জেলা সার্কিট হাউজে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালি বের করা হয়।
কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের হল রুমে আলোচনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল আমিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদোরা আলী শিমুল, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন।
মাগুরা : দুপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে-সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অবসরপ্রাপ্ত উপ-সচিব ও জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাটোর : দুর্নীতি প্রতিরোধে জেলার বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ শপথ গ্রহণ করেছেন। আজ স্থানীয় একটি রেস্তোরাঁয় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম আয়োজিত সভায় এই শপথ গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাস্তবায়নাধীন পলিসি ফর ডায়ালগ এর আওতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সভা প্রধানের দায়িত্ব পালন করেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি রোজাউল করিম রেজা।সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, তৃতীয় লিঙ্গ, ধর্মীয় নেতা, সমাজকর্মী বক্তব্য রাখেন এবং আর্থিক ও অনার্থিক দুর্নীতিতে সংশ্লিষ্ট না হওয়ার দীপ্ত শপথ গ্রহন করেন।
মৌলভীবাজার : জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিবের সভাপতিত্বে সার্কিট হাউসের মুন হলে অনুষ্টিত আলোচনায় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিতোষ দেব। দূনীতি প্রতিরোধ দিবসের সংক্ষিপ্ত ধারণাপত্র উপস্থাপন করেন মো. ইউসুফ। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন, জেলা প্রোগ্রাম অফিসার আবু কাউসার।
নড়াইল : সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস এম কামরুজ্জামান, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনা : সকালে জেলা প্রশাসক অফিসের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে পাবনা পুলিশ লাইনের পুর্বগেটের সামনে জাতীয় সংগীত পরিবেশনা, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় পাবনা পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পাবনা প্রেস ক্লাব সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
মাদারীপুর : দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব’ দুর্নীতিকে না বলনু” এই স্লোগানে মানববন্ধনে অংশ নেয় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ও দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মানববন্ধন শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্নীতিবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার অধিদপ্তরের মাদারীপুরের উপ-পরিচালক আজহারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খানসহ অনেকেই।
ঝিনাইদহ : সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএস শাহীন, দুর্নীতি প্রতিরোধ কমিটি জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল মতিনসহ অন্যান্যরা।
জয়পুরহাট : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় ও দুর্নীতি দমন কমিশন পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও বগুড়া সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় ছিল মানববন্ধন ও আলোচনা সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেবতী মহন মন্ডল। বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
ব্রাহ্মণবাড়িয়া : দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat