সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়ারগাছা করতোয়া নদীতে গোসল করতে নেমে মরিয়ম খাতুন(৬৫) ওরফে বেলা নামের এক বৃদ্ধা মহিলা নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১২ টায় উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুনপাড়া করতোয়া নদীতে । বেলা খাতুন নেওয়ারগাছা নতুনপাড়া গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শি থেকে জানা গেছে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বেলা খাতুন বাড়ির পার্শ্বে করতোয়া নদীতে গোসল করতে নামে। হঠাৎ সে তলিয়ে যায় তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শি গোসলরত ক’জন অনেক খোজা খুজি করে তাকে না পেয়ে বেলার বাড়ীর লোকদের খবর দেয়। পরে বেলা খাতুনের বাড়ীর লোকজন এসে খোজা খুজি করে সেখানে বেলার কাপড় পাওয়া গেলেও বেলাকে পাওয়া যায়নি । ঘটনার এক পর্যায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে গিয়ে নদীর মাঝে খোঁজা- খুজি করে বেলাকে না পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবারু দলকে খবর দেয়। রাজশাহী থেকে ডুবারু দল বৃহস্পতিবার বিকেল ৩ টায় ঘটনা স্থলে এসে নদীতে নেমে লাশ উদ্ধার কাজ শুরু করে। খোঁজা - খুজি করে লাশ না পেয়ে সন্ধ্যা ৭ টায় উদ্ধার কাজ স্থগিত রাখে। উল্লাপাড়া পৌর কাউন্সিলার মোঃ সোহেল রানা সোহেল ঘটনার স্থলে উপস্থিত থেকে ডুবারুদলকে শুক্রবার সকালে পুনরায় খোজার জন্য অনুরোধ জানান সেই সাথে নিখোজ ব্যাক্তির পরিবারকে সমবেদনা জানান।
আজ শুক্রোবার সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের অফিসার মোঃ সারোয়ার হোসেন খান জানান খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করি কিন্তু পানির স্রোতের বেক বেশী থাকায় লাশ খুজে পাওয়া যায়নি। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবারু ইউনিটকে খবর দিলে তারা গত কাল বেলা ৩ টা থেকে উদ্ধার অভিযান শুরু করে এবং লাশ না পাওয়ায় সন্ধা ৭ টার দিকে উদ্ধার কাজ রাত্রি কালিনের জন্য স্থকিত করে দেন । আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টা থেকে উদ্ধার অভিযান চলছে।