×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে গত ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। ক্রাইস্টচার্চে পৌঁছে সাত দিনের কোয়ারেন্টিন সেশন শুরু করে টাইগাররা। তবে আজ সকালে রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। হোটেলের মধ্যে একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে খোশ-গল্পে মেতেছিলেন কয়েকজন ক্রিকেটার।
রুমের মধ্যে থাকলেও, ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করার সুযোগ আছে বলে জানান বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তিনি বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রার  পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। এখানে তিন দিন কঠোর কোয়ারেন্টাইন পালন করছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। খাওয়া-দাওয়া রুমের ভেতরেই দিয়ে দেওয়া হয়। কালকে থেকে হয়তো আমরা কিছু ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। রুমের ভেতর বাইক আছে, থেরাব্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো দিয়েই আমরা রুমের ভেতর কিছু এক্সারসাইজ করবো।’
তিনি আরও বলেন, ‘তিন দিন পর আমাদের হয়তো বাইরে যেয়ে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে। তারপরে যে প্র্যাকটিস সুচি আছে  তা আমাদের টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে।’
গত ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat