×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার কোভিড ভ্যাকসিনের আওতায় এলেন চট্টগ্রাম মহানগরীর বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জের পণ্য লোড-আনলোডিং শ্রমিকরা। উদ্বোধনী দিনে ১ হাজার শ্রমিককে এস্ট্রোজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। 
আজ ২৭ ডিসেম্বর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম তদারকি করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। সংগঠনের সভাপতি মোহাম্মদ মফিজ উল্ল্যাহ’র সভাপতিত্বে ও সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিকদের ৩ দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর। 
সভায় জানানো হয়, দুই মাস পর তাদেরকে ২ য় ডোজ ভ্যাকসিন দেয়া হবে। সরকারি গাড়ি চালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহযোগিতায় আগামীকাল ২৮ ও ২৯ ডিসেম্বর আরও ২ হাজার শ্রমিককে কোভিড ভ্যাকসিনের আওতায় আনায় উদ্যোগ নিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ড্রাস্ট্রিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম চৌধুরী, সাবেক কাউন্সিলর আলহাজ জামাল হোসেন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন আহমদ বেলাল, বৃহত্তর চাক্তাই ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আব্বাছ, বৃহত্তর শাহ আমানত সেতু ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলম, বাকলিয়া কল্পলোক আবাসিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সুমন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মো. সুমন প্রকাশ সুমন হিজড়া, সরকারি গাড়িচালক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ও দপ্তর সম্পাদক মো. এয়াছিন চৌধুরী বিটু। 
বৃহত্তর চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ ও আছাদগঞ্জের পণ্য লোড-আনলোডিং সাধারণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, পণ্য লোড-আনলোডিং  শ্রমিকরা সুরক্ষিত না থাকলে ব্যবসায়ী মালিক পক্ষ সুরক্ষিত থাকবে না, দেশের অর্থনীতির চাকাও সচল থাকবে না। সরকারের নির্দেশনায় তাদের প্রত্যেককে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই বা থাকলেও কোন কারণে সুরক্ষা অ্যাপ্সের মাধ্যমে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর নির্দিষ্ট কার্ডে লিখে প্রথম দিন ১ হাজার শ্রমিককে এস্ট্রোজেনেকা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর মনে আছে তাদের নম্বর ঐ কার্ডে উল্লেখ করা হয়েছে। আগামী দু’দিনে আরও ২ হাজার পরিবহন শ্রমিককে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এটা বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat