×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ১০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জ্ঞানভিত্তিক সমাজ হলে অপসংস্কৃতির চর্চা, অগণতান্ত্রিক আচরণ, সাম্প্রদায়িক মনোভঙ্গি ও ক্ষমতা দখলের অপপ্রয়াস দূর হবে ।
আজ বুধবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিশেষ সিনেট অধিবেশনে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন,‘জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপন এবং স্বাধীনতার ৫০ বছরের গৌরব ও অর্জন সাথে নিয়ে এবং চেতনাকে শাণিত করে নতুন বছর শুরু করতে যাচ্ছি। ১৯৭১-এর এই ডিসেম্বরে পাকিস্তানের সেনাবাহিনী পোশাক পরিহিত অবস্থায় আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে আমাদের অকুতোভয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কাছে।
উপাচার্য বলেন, প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের গেরিলা যোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে মাথা নিচু করে আত্মসমর্পন করে ফিরে গেছে। মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হিসেবে এ আমাদের গৌরবের বিষয়।
আগামী প্রজন্মকে নিয়ে আসতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় বিশ^বিদ্যালয় কাজ করে যাচ্ছে। 
এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম,  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বরিশাল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক প্রমুখ।
এ সিনেটে  গত অধিবেশনে সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat