সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৮ ফেব্রুয়ারী শুক্রবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে ৷ রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বেলা এগারোটায় এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদ ৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল , পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম আরজু প্রমুখ ৷ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল অনুষ্ঠানের উপস্থাপনা করেন ৷ মেলা মোট ১৭ টি স্টল খোলা হয়েছে ৷ মেলার উদ্বোধনের পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।