×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আজ বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
আজ রোববার সকাল সাড়ে ৫ টায় উজিরপুর উপজেলার সানুহার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখার পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, যমুনা লাইনের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি রোববার সকালে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সেটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িটি কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. প্রণব রায় জানান, এ দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জনের চিকিৎসা চলছে। বাকিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat