×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসি’র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা, ২০২৪-এর খসড়া অনুমোদন বঙ্গবন্ধুর সমাধিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের শ্রদ্ধা নিবেদন বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়ানো হবে : পরিবেশ মন্ত্রী বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি করেছে ইআরএফ বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করা হচ্ছে : শিল্পমন্ত্রী শিল্পী সমিতির সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন  ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা যৌথভাবে প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। একইসঙ্গে তারা সংঘাত বাড়ানোর জন্য কোন অজুহাত ব্যবহারের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ার করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার সকালে পশ্চিমা দেশের প্রতিরক্ষা প্রধানদের সাথে ফোনালাপে ‘ডার্টি বোমা’র সম্ভাব্য হামলার ব্যাপারে অভিযোগ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটেন ও ফরাসি সরকারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন তার নিজ ভূখ-ে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার স্পষ্ট মিথ্যা অভিযোগসমূহ আমরা সকলে প্রত্যাখান করছি।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্ব রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখবে। আমরা রাশিয়ার যুদ্ধ জোরদার করার যেকোন অজুহাত আবারো প্রত্যাখান করছি।’
তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি তথাকথিত এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেমসামরিক নাগরিকদের জন্য বিপদজনক ও ভয়ঙ্কর। তবে পরমাণু বিস্ফোরণের সাথে এটি সর্ম্পৃক্ত নয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে একে  রাশিয়ার একটি চক্রান্ত বলে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে ‘বিশ্বের যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে যে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এক্ষেত্রে বুঝতে হবে রাশিয়া ইতোমধ্যে এ ধরনের বোমা হামলার প্রস্তুতি নিয়েছে।’
শুক্রবার অস্টিনের সাথে প্রথম কথা বলার পর শোইগু ন্যাটো সদস্য ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথেও টেলিফোনে কথা বলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ফোনালাপে শোইগু ‘তেজক্রিয় বোমা’ ব্যবহার করে ইউক্রেনের সম্ভাব্য উস্কানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat