বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৫ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাঁকে শুভেচ্ছা জানাতে ওইদিন সকাল ১০টার মধ্যে ঢাকার বিমানবন্দর ও পূর্বাচল এলাকায় স্বত:স্ফূর্তভাবে অবস্থান নিতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে। একই সাথে সভায় শহিদ শরীফ ওসমান হাদির আত্মার মাগেফরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ-সাংগঠনিক ও জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. মো. ইউনুছ, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দীন আফসেল, সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, মৎস্যজীবি দলের আহবায়ক মোস্তফা কামাল ও জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।