×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৬
  • ৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- রবিবারই কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন গেইল। আর প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ৩৩ বলে ৬৩ রান করলেন গেইল। মারলেন সাতটি চার, চারটি ছয়।। উপেক্ষার মোক্ষম জবাব চার ছক্কাতেই দিলেন টি-টোয়েন্টির রাজা। চলতি আইপিএলের নিলাম এবং খেলা মাঠে গড়ানোর পরও রহস্যজনকভাবে উপক্ষিত ছিলেন গেইল। নিলামে অবিক্রিত ছিলেন তিনি। পরে নাম মাত্র দামে তাকে দলে নেয় পাঞ্জাব। তবে একাদশে উপেক্ষিত হয়ে আসছিলেন। কেন যেন, মাঠে নামানো হচ্ছিলো না তাকে। অবশেষে রবিবার মাঠে নামানো হয় তাকে। চেন্নাইয়ের বিরুদ্ধে দলে এদিন দুটো পরিবর্তন করেছিল পঞ্জাব। বা হাতি স্পিনার অক্ষর পটেলকে বসিয়ে বাঁ হাতি পেসার বারিন্দর স্রানকে আনা হয়। এবং, মার্কাস স্টয়নিসকে বসিয়ে খেলানো হয় গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার জানিয়েছেন, শেষ মুহূর্তে তাঁকে দলে নেওয়া হয়েছে। ইনিংসের মাঝপথে টিভিতে গেইল বলেন,‘ সকালে একটা টেক্সট মেসেজ পাই। যাতে জানানো হয়, আমি খেলছি। সুযোগ পেয়ে ভাল লাগছে। তবে আইপিএলে খেলার সুযোগ না পেলেও জীবন থেমে থাকত না।’ কথাগুলো যে তিনি অভিমান করেই বলেছেন সেটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় কারো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat