×
ব্রেকিং নিউজ :
বিশ্ব আশেকের মঞ্জিল দরবার শরীফের তিনদিন ব্যাপী মহা পবিত্র ওরস সম্পন্ন উদার অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সংস্কার বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ ৩ মাস ২৭ দিনে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ১১ কোটি ৭৮ লাখ টাকা চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
  • প্রকাশিত : ২০২৫-১২-২৫
  • ৪৩৪৫৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকন নেশন্স কাপ টুর্নামেন্টে যেসব ম্যাচে স্টেডিয়াম পূর্ণ হচ্ছে না, সেসব ম্যাচে কিক-অফের পর দর্শকদের বিনা মূল্যে ঢোকার অনুমতি দিয়েছেন আয়োজকেরা। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)’র একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বুধবার আগাদিরে গ্রুপ-এফ’এ ক্যামেরুন-গ্যাবন ম্যাচটি শুরু হয়েছিল প্রায় ফাঁকা গ্যালারিতে। তবে টানা বৃষ্টির মধ্যেও প্রথমার্ধের সময় গ্যালারি ধীরে ধীরে বেশ ভরে যায়।

পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৪৫ হাজারের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ওই ভেন্যুতে দর্শক উপস্থিতি ছিল ৩৫,২০০ জন।

টুর্নামেন্টের শুরুর দিনগুলোতে আরও বেশ কযয়েকটি ম্যাচে একই ধরনের দৃশ্য দেখা গেছে, এমনকি দর্শকসংখ্যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে।

মঙ্গলবার রাবাতের আল মদিনা স্টেডিয়ামে গ্রুপ-ডি’এর কঙ্গো বনাম ও বেনিনের ম্যাচে খেলা যত গড়িয়েছে গ্যালারিতে দর্শক সংখ্যা ক্রমেই বেড়েছে। প্রথমে দর্শকসংখ্যা ঘোষণা করা হয় ৬,৭০৩ জন। পরে তা সংশোধন করে ১৩,০৭৩ জন করা হয়।

সিএএফ’র সূত্র জানায়, আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতার ভিত্তিতে আয়োজকেরা ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট পর স্ট্যান্ড খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাইরে জড়ো হওয়া দর্শকেরা টিকিট ছাড়াই ভেতরে ঢুকতে পারেন।

মরক্কোর জন্য স্টেডিয়াম পরিপূর্ণ করা নেশন্স কাপের আয়োজকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে মরক্কো, স্পেন ও পর্তুগালে আয়োজিত হতে যাচ্ছে। সে কারনে এবারের নেশন্স কাপের সফল আয়োজন বিশ্বকাপে নিজেদের প্রস্তুতির একটি প্রমানও হতে পারে।

বৃহস্পতিবার সিএএফের আনুষ্ঠানিক টিকেটিং প্ল্যাটফর্মে দেখা গেছে, গ্রুপ পর্বের প্রায় সব বাকি ম্যাচের টিকিট এখনও পাওয়াা যাচ্ছে- যার দাম শুরু হয়েছে ১০০ দিরহাম থেকে।

শুধু স্বাগতিক মরক্কোর শুক্রবার মালির বিপক্ষে ও সোমবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচের পাশাপাশি রোববার আলজেরিয়া বনাম বুরুকিনা ফাসো এবং আগামী বুধবার আলজেরিয়া- ইকুয়েটোরিয়াল গিনির ম্যাচগুলোকে ‘হাউসফুল’ বা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে বলে দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat