×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গল্পটা একটু পেছনে থেকে শুরু করলে সবার বুঝতে সুবিধা হবে। অস্কার ফ্লোরে উপস্থাপনার ২০২২ সালে প্রিয়াঙ্কা চোপড়া গিয়েছিলেন। তখন অনেকেই বলেছিলেন দীর্ঘদিনের এবিসি চ্যানেলের ওয়েব সিরিজের অভিনেত্রী, হলিউড কানেকশন মিলিয়েই অস্কার আয়োজক কমিটি বিষয়টি চূড়ান্ত করেছেন। কেউ কেউ এমন গাল ভরা গল্প তুললেও সেটা সমস্যা ছিল না। সমস্যা হলো তখনই যখন প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ার এসব বিষয়কে খানিকটা প্রশংসার কাতারেই দেখলেন। তখন প্রিয়াঙ্কা নিজের দেশ ছেড়ে সংসার ও ক্যারিয়ারে হলিউডে ব্যস্ত হওয়ার সিদ্ধান্তে দারুণ এক সাফল্য গুনছিলেন। এর পরপরই সালমানের ছবিকে ফিরিয়ে দেওয়া, তার আগে শাহরুখের সাথে প্রিয়ঙ্কার পরকীয়াকাণ্ডে যখন প্রিয়াঙ্কা একেবারেই কোণঠাসা ছিল বলিউডজুড়ে তখন হলিউড জয়কে বলিউডে ক্যাটরিনা দীপিকারা খানিকটা আফসোসের খাতাতে রেখেছিলেন। কিন্তু দিন কীভাবে বালিঘড়ির কথা মনে করিয়ে দেয়।
এ সময় বলিউড ইন্ডাস্ট্রির পাঠান ছবিটি সারা বিশ্ব তোলপাড় করছে। এমনকি ছবিটি মার্ভেল কিনতে চাইলেও ইয়াশ চোপড়া না করে দিয়েছে। সেই পাঠান কন্যা ফিফা ওয়ার্ল্ডকাপ ফাইনালের আসর শেষ করে এবারে অস্কার অনুষ্ঠানের সঞ্চালনা করবেন।
গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে জ্বলজ্বল করছেন দীপিকা। হলিউড ছবিতে তাকে একবারই দেখা গিয়েছে। তবে বিশ্ব জুড়ে দীপিকার উপস্থিতি বরাবরই উজ্জ্বল। প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এবার উড়ে যাবেন অস্কারের গৌরব আনতে।
৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়। মনোনীত সিনেমা এবং সেগুলোর কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন প্রমুখের সঙ্গে সেখানেই নাম ঝলমল করছে বলিউড তারকা দীপিকার। সমাজমাধ্যমে সেই তালিকা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তারপরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দীপিকার স্বামী রণবীর সিং। প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থরাও। এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে। অস্কার দৌড়ে এগিয়ে আছে দেশটির তিন ছবি। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু’টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি ছাত্র শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। দেশবাসীর প্রতীক্ষা তাই এ বছর অনেকটাই বেশি। দীপিকা বলেন, ‘এ বড় আনন্দেও যে হলিউডে কাজ করার সূত্রে এই মঞ্চ পেয়েছি, এমন কিছু বলার সুযোগ নেই। আমি আমার নিজ দেশের হয়েই অস্কার মঞ্চে উঠবো, এটাই সবচেয়ে বড় আনন্দের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat