×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ১০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিএনপি বলে তারা এই কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু তাদের দলের অনেকে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন, এটা খুশির বিষয়। তবে আমি মনে করি নির্বাচনে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রায় দেবে।’
তিনি আজ শনিবার সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। সকাল সাড়ে আটটায় শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 
মন্ত্রী আরও বলেন, ‘প্রকাশ্যে নির্বাচনে অংশ না নেয়ার কথা বললেও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ৪২টি ওয়ার্ডে বিএনপির প্রায় চারশ নেতাকর্মী অংশ নেবে বলে আমি শুনেছি।’
এ সময় তিনি বলেন, ‘আমার দলেরও কাউন্সিলর প্রার্থী আছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অত্যন্ত সৎ লোক। আশা করি তিনি নগরবাসীর আশা পূরণ করতে সক্ষম হবেন।’
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করছি দ্রুত রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।’
পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নেন ।
ঈদের জামাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দল (বিএনপি) নির্বাচনে যাবে না। তবে নগরের মানুষের সাথে আলাপ করে দ্রুত নিজের সিদ্ধান্ত জানাতে পারব।’
শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দিন কাশেমি।
নামাজ আদায়ের জন্য নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। সব বয়সী মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে জায়নামাজে নামাজে দাঁড়ান মুসল্লিরা। 
ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat