×
ব্রেকিং নিউজ :
আরটিআই আইনে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে : ড. আবদুল মালেক এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট ডেটা : অর্থ প্রতিমন্ত্রী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন জাতির জন্য নিবেদিতপ্রাণ : পররাষ্ট্রমন্ত্রী ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাষ্ট্রপতির আহ্বান সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী ভারত : পররাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে তিন জন নিহত, আহত শতাধিক ভবিষ্যতে শতভাগ কানেক্টিভিটি তার ভূগর্ভে স্থাপন করা হবে : তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ১২৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ায় পাবনায় বইছে আনন্দের বন্যা।
জেলার বিভিন্ন অফিস আদালত ক্লাব চায়ের দোকানে সর্বত্র আলোচনার বিষয় দেশের এই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে নিয়ে।
নির্ভিক, সৎ, ভদ্র, শান্তিপ্রিয়, মিশুক এই রাষ্ট্রপ্রতি বাংলাদেশের আস্থার প্রতীকে পরিণত হবে বলে আশা পাবনাবাসীর।  
রোববার পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বড় পর্দায় দেখেন দলীয় নেতাকর্মীরা এবং জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ।
শপথ অনুষ্ঠান দেখার পারপরই জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করেন।
এরপর শহরের প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন, এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  
পাবনা প্রেস ক্লাবের আয়োজনে মিষ্টি মুখ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমাদের মাটির সন্তান আজ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছে। এটি পাবনাবাসীর জন্য একটি বিশেষ দিন।’
এর আগে, ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মোঃ সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুর জুবিলি ট্যাঙ্ক এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শরফুদ্দিন আনসারী এবং মা খায়রুন্নেসা।
তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে তিনি এলএলবি এবং বিসিএস (আইন) পরীক্ষায় উত্তীর্ণ হন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগেরও সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং আওয়ামী লীগের জেলা শাখার প্রচার সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat