×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ৩৪৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৭ কোটি ৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে চারটি কোম্পানি। লভ্যাংশ জমাদানকারী কোম্পানি চারটি হলো-কাজী ফার্মস লিমিটেড, ফার্মাসিউটিক্যালস কোম্পানি রেনেটা লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ।
বুধবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর সাথে কোম্পানি চারটির প্রতিনিধিরা সাক্ষাৎ করে নিজ নিজ কোম্পানির পক্ষে তাদের গত অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
কাজী ফার্মস লিমিটেডের চিফ এডভাইজার কাজী রিয়াজুল হকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল কাজী ফার্মস এবং কাজী মিডিয়া লিমিটেডের লভ্যাংশ মোট এক কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৮৭২ টাকার চেক, রেনেটা লিমিটেডের পক্ষে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা আলীম আওলাদ তাদের কোম্পানির লভ্যাংশ তিন কোটি ৬ লাখ ১৩ হাজার ৩৪১ টাকার চেক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজম আলী এক কোটি ৬০ লাখ ৫ হাজার ৩৯৭ টাকার চেক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পক্ষে সিনিয়র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম তাদের লভ্যাংশ ৯০ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো.মহিদুর রহমান, কাজী ফার্মস লিমিটেডডের পরিচালক কাজী জাহিন হাসান, রেনেটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার স্বপন কুমার সেনগুপ্ত, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহমান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত তহবিলে জমার পরিমাণ ৮শ ৪৬ কোটি টাকা। দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ৩৩৭টি কোম্পানি শ্রম আইন অনুযায়ী বছর শেষে লাভের ৫ ভাগের একদশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat