×
ব্রেকিং নিউজ :
জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী নারী ক্রীড়াবিদকে ধর্ষণ ॥ জুজুৎসুর সাধারণ সম্পাদক রফিকুলসহ ২ জন গ্রেফতার বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী পরিবেশ নৈতিকতা চর্চা না হলে পরিবেশের মূল্যবান উপাদানগুলো হারিয়ে যাবে : সেমিনারে বক্তারা জীবন দিয়ে দেশ বিরোধী অপশক্তিকে মোকাবেলা করবো : নাছিম
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ৫৭০৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সব ধরনের ফুটবল থেকে  অবসরের ঘোষনা দিয়েছেন আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক মিডফিল্ডার চেজে ফ্যাব্রেগাস। ৩৬ বছর বয়সী সাবেক এই তারকা খেলোয়াড়ী জীবন ছেড়েই কোচিংয়ে নিয়োজিত হবারও সিদ্ধান্ত জানিয়েছেন। 
স্পেনের হয়ে ২০১০ বিশ^কাপ জয়ী ফ্যাব্রেগাস দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপও জয় করেছেন। এছাড়া চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ ও বার্সেলোনার হয়ে লা লিগা শিরোপা জয়ের কৃতিত্ব অর্জণ করেছেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাব্রেগাস লিখেছেন, ‘অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে খেলার বুট তুলে রাখার সময় এসেছে। এটা এমন এক যাত্রা ছিল যা চিরস্মরণীয় হয়ে থাকবে। বার্সেলোনা, আর্সেনাল, আবারো বার্সা, চেলসি, মোনাকো ও কোমোতে প্রথম দিন থেকেই আমি সবকিছু উপভোগ করেছি। হাজারো বছরেও যা চিন্তা করিনি,সেসবের অভিজ্ঞতা আমি এই ক্লাবগুলো থেকে পেয়েছি।’
জোহানেসবার্গে নেদারল্যান্ডের বিরুদ্ধে ২০১০ বিশ^কাপের ফাইনালে ফ্যাব্রেগাসের বাড়ানো বলে আন্দ্রেস ইনিয়েস্তা জয়সূচক গোলটি করেছিলেন। 
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দেবার আগে বার্সেলোনার একাডেমি মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাব্রেগাস। গানার্সদের জার্সি গায়ে ২০০৫ সালে এএফ কাপের শিরোপা জয় করেন। তার পরের মৌসুমে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মূল একাদশে খেলেছেন। এরপর ২০১১ সালে আবারো বার্সেলোনায় ফিরে আসেন। চেলসিতে যাবার আগে তিন বছর ক্যাম্প ন্যুতে কাটিয়েছেন। ২০১৯ সালে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দেন। গত মৌসুমে ইতালিয়ান দ্বিতীয় টায়ারের দল কোমোতে খেলেছেন। এই ক্লাবের রিজার্ভ ও যুব দলের সাথে কাজ করতে তিনি কোমোতেই থেকে যাচ্ছেন বলে জানা গেছে। এ সম্পর্কে ফ্যাব্রেগাস বলেছেন, ‘এই ক্লাবের  ভবিষ্যত প্রকল্পগুলো  খুবই আকর্ষনীয়। প্রথম মিনিট থেকেই এই চমৎকার ফুটবল ক্লাবটি আমার মন জয় করে নিয়েছে। ক্যারিয়ারের একেবারে সঠিক মুহূর্তে এই ক্লাবটি আমার কাছে এসেছে। যে কারনে ক্লাবটিকে আমি লুফে নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat