×
ব্রেকিং নিউজ :
বগুড়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে কক্সবাজার জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও কফিন মিছিল খুলনায় ওসমান হাদি’র গায়েবানা জানাজা ও বিক্ষোভ উস্কানিতে পা না দিয়ে ধৈর্য-বিচক্ষণতার সঙ্গে ঐক্য রক্ষার আহ্বান জামায়াত আমীরের গণতান্ত্রিক উত্তরণকে কোনোভাবেই রুদ্ধ করা যাবে না: সালাহউদ্দিন আহমেদ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে : পার্বত্য উপদেষ্টা সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শরিফ ওসমান হাদির মৃত্যুতে বিজয় বইমেলা একদিনের জন্য বন্ধ ঘোষণা শরিফ ওসমান হাদির অকাল প্রয়াণে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৯৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র গ্যাবনের সেনাবাহিনীর প্রতি বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করায় উদ্বেগও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
আফ্রিকার দেশ গ্যাবনে বুধবার অভ্যুত্থানের মাধ্যমে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা দায়ীদের মুক্তি দিতে, সরকারের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একইসঙ্গে বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানাচ্ছি।তিনি আরো বলেন, গ্যাবনের একের পর এক ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং আমরা সামরিক দখল ও অসাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের ঘোর বিরোধী।এদিকে গ্যাবনে সেনা অভ্যুত্থানের পর অন্তবর্তী কালীন নেতা হিসাবে জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার-এর নাম ঘোষণা করা হয়েছে।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো তার বাড়ি থেকে একটি ভিডিও বার্তায় সবার সামনে আসেন এবং তিনি তার ‘সারা বিশ্বের বন্ধুদের’ তার পক্ষে ‘সরব হওয়ার’ আহ্বান জানান।একসময়ে ফরাসি উপনিবেশে থাকা গ্যাবন আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। মিঃ বঙ্গোর ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে তার পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান হয়েছে।বুধবার ভোররাতে সেনা কর্মকর্তারা টিভিতে উপস্থিত হয়ে তাদের ক্ষমতা গ্রহণের কথা জানান।বঙ্গো পরিবারের প্রতি গ্যাবনের জনগণের দীর্ঘকাল ধরে তীব্র অসন্তোষ ছিল। টানা ৫৫ বছর ধরে এই পরিবারটি দেশটিকে শাসন করেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিসহ আরও নানা বিষয় নিয়ে দেশটিকে ঘিরে জনগণের অসন্তোষ বাড়ছিল।
এদিকে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং ফ্রান্স এই অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে।উল্লেখ্য, আফ্রিকার অন্য একটি দেশ নাইজারেও গত এক মাস আগে সেনা অভ্যুত্থান ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat