×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০১-২১
  • ৫৬৮৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিনারদের নৈপুন্যে নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে পাকিস্তান ৪২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।  প্রথমে ব্যাট করে ১৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। এরপর  পাকিস্তানের তিন স্পিনার ৬ উইকেট শিকার করলে ৯২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমে ব্যাটিং করে সবচেয়ে কম রানের পুঁিজ নিয়ে কোন দলের ম্যাচ জয়ের রেকর্ড এটি। প্রথম চার ম্যাচ জয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। রানের খাতা খোলার আগে নিউজিল্যান্ড পেসার টিম সাউদির শিকার হন ওপেনার অভিষিক্ত হাসেবুল্লাহ খান। দ্বিতীয় উইকেটে বাবর আজমকে নিয়ে ৫৬ বলে ৫৩ রান যোগ করেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। জুটিতে ১টি চারে ২৪ বলে ১৩ রান করে ফিরেন দু’বার জীবন পাওয়া বাবর।
বাবর ফেরার পর ফখর জামানকে নিয়ে ১৯ বলে ৩৪ রান যোগ করেন রিজওয়ান। ৪টি ছক্কা ও ১টি চারে  ১৬ বলে ৩৩ রান করা আগ্রাসী জামানকে আউট করেন সাউদি।
জামানের আউটের পর নিয়মিত বিরতিতে  উইকেট হাডিরয়ে  শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রিজওয়ান ৩৮ বলে ৩৮, শাহিবজাদা ফারহান ১৯ ও আব্বাস আফ্রিদি অপরাজিত ১৫ রান করেন। নিউজিল্যান্ডের সাউদি-হেনরি-ফার্গুসন ও সোধি ২টি করে উইকেট নেন।
১৩৫ রানের জবাবে পাওয়ার প্লেতে ৩৫ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেট জুটি গড়ার চেষ্টা করেন টিম সেইফার্ট ও উইল ইয়ং। ১২ রান করা ইয়ংকে বিদায় দিয়ে ২৩ রানের জুটি ভাঙেন পাক স্পিনার মোহাম্মদ নাওয়াজ।
দলীয় ৫৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে ইয়ং ফেরার পর নিউজিল্যান্ডের ইনিংসের মাঝের ওভারে ৩ উইকেট তুলে নেন ইফতিখার। শেষ পর্যন্ত  ১৭ দশমিক ২ ওভারে ৯২ রানে অলআউট হয় কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন গ্লেন ফিলিপস। টি-টোয়েন্টিতে ঘরের মাঠে দ্বিতীয়বারের মত ১শ নিচে গুটিয়ে গেল নিউজিল্যান্ড। পাকিস্তানের ইফতিখার ৩টি, নাওয়াজ-আফ্রিদি ২টি ও উসামা মির ১টি উইকেট নেন।
ম্যাচ সেরা  নির্বাচিত হন পাকিস্তানের  ইফতিখার  ও সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat