×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৪৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমমোক্তারনামার (পাওয়ার অব অ্যাটর্নি) মাধ্যমে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতিসহ অন্যান্য অপব্যবহার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি (জানুয়ারি'২৪ পর্যন্ত) পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন। এই সময় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন, মন্ত্রণালয় বা বিভাগের সাথে যৌথভাবে আমমোক্তারনামা সংশ্লিষ্ট অপরাধ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে করনীয় নির্ধারণ করার কথা বলেন ভূমিমন্ত্রী।
‘পাওয়ার অব অ্যাটর্নি’ সংক্রান্ত প্রতারণা বন্ধ করতে পারলে জমি ও অন্যান্য স্থাবর সম্পদের বিষয়ে মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে এসময় মত প্রকাশ করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
সভায় সচিব ভূমিমন্ত্রীকে জানান, ইতোমধ্যে ৪৪টি জেলায় মাঠপর্যায়ে গিয়ে ‘ল্যান্ড সার্ভিস রিসিভার’ এবং ‘ল্যান্ড সার্ভিস অপারেটর’ পর্যায়ে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে। অন্যান্য জেলাতেও ফিডব্যাক গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হবে। ভূমিসেবা সিস্টেমকে ২য় প্রজন্মের ‘স্মার্ট ভূমিসেবা সিস্টেমে’ উন্নতকরণে এসব ফিডব্যাক থেকে প্রাপ্ত পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। 
সভায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ জিয়াউদ্দীন আহমেদ, সকল প্রকল্পের প্রকল্প পরিচালকবৃন্দ এবং মন্ত্রণালয় ও প্রকল্পের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat