×
ব্রেকিং নিউজ :
আগামীকাল শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষকরাই আগামী দিনের স্মার্ট নাগরিক গড়ার কারিগর : শিল্পমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন মহান মে দিবস পালিত জাতির পিতার সমাধিতে রেড ক্রিসেন্ট'র নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে : প্রধান বিচারপতি হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার পার্বতীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার  ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এর ফলে বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনের সুপারেনটেন্ড রেজাউল করিম আজ শনিবার বিকেল ৪টায় মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে  পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, আজ সকাল পৌনে ৮টায় দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। 
সূত্রটি জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১টি বগি নিয়ে দিনাজপুর পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। আজ সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের এর কাছেই গুলপাড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সাথে দিনাজপুরসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে একটি টুল ভ্যান এসে বগিটি উদ্ধার কাজ শুরু করে।  বিকেল ৩টা ৪০মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার উদ্ধার করা সম্ভব  হয়। এরপর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ওই ট্রেনের লোকোমাস্টার (চালক) আব্দুস সাফী বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর ট্রেনের গতি কমে গেলে লাইনচ্যুতের বিষয়টি নজরে আসে। পার্বতীপুর স্টেশনের মাস্টার মেজবাউল করিম বলেন, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু করা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat