×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৩৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের রেকড স্পর্শ করেছেন  সৌম্য সরকার।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্রুততম ২ হাজার রান পূর্ণ করে নয়া রেকর্ড গড়েন সৌম্য। পাশাপাশি দশম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২ হাজার রানের মালিক হন তিনি।
দ্বিতীয় ওয়ানডের আগে ৬৭ ম্যাচের ৬৩ ইনিংসে ১৯৪৪ রান করেছিলেন সৌম্য। ২ হাজার রান থেকে ৫৬ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশ ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৬৪তম ইনিংসে ২ হাজার রান পূর্ণ করেন সৌম্য। সেই সাথে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে দ্রুত ২ হাজার রানের নজির গড়েন তিনি।
বাংলাদেশের পক্ষে এতদিন দ্রুততম ২ হাজার রানের রেকর্ডের মালিক ছিলেন শাহরিয়ার নাফীস ও লিটন দাস। দু’জনই ৬৫ ইনিংস খেলে দেশের হয়ে ওয়ানডেতে ২ হাজার রান পূর্ণ করেছিলেন। নিজের ৬৪তম ইনিংসে নাফীস ও লিটনের রেকর্ড ভাঙ্গলেন সৌম্য। রেকর্ড ভাঙ্গার ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য।
সৌম্যর আগে বাংলাদেশের পক্ষে ২হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আরও নয়জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল (৮৩৫৭), মুশফিকুর রহিম (৭৭৫৪), সাকিব আল হাসান (৭৫৭০), মাহমুদুল্লাহ রিয়াদ (৫৩৮৫), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮), লিটন দাস (২৫৬৩), ইমরুল কায়েস (২৪৩৪), শাহরিয়ার নাফীস (২২০১) ও হাবিবুল বাশার (২১৬৮)।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat