×
ব্রেকিং নিউজ :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন রোকেয়া পদকজয়ীদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক : মেডিকেল বোর্ড জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার অঙ্গীকার: সিইসি দেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে : মির্জা ফখরুল উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ৩৪৪৫৩৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার  রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
আজ রোববার সকাল ১০টায় কমিটির সভাপতি এ কে আবদুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দল উখিয়ার ৪ নম্বর ক্যাম্প এক্সটেনশনে পৌঁছেন। দীর্ঘ ৩ ঘন্টা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ,  রোহিঙ্গাদের সঙ্গে আলাপ ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন  প্রতিনিধি দলের  সদস্যরা।
ক্যাম্পের পরিস্থিতি জানা ও বিভিন্ন সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়নের  লক্ষ্যে এই ক্যাম্প পরিদর্শন- বলে জানিয়েছেন কমিটির সভাপতি। 
প্রতিনিধি দলটির সাথে রয়েছেন- কমিটির সদস্য হুইপ সাইমুম সরওয়ার কমল, নুরুল ইসলাম নাহিদ, জাহিদ আহসান রাসেল , নাহিম রাজ্জাক, হাবিবুর রহমান ও জারা জাবীন মাহবুব।  সকাল ১০টায় ৪ নম্বর ক্যাম্প এক্সটেনশনে পৌঁছে প্রতিনিধিরা ঘন্টাব্যাপী রোহিঙ্গাদের রেশন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। বিষয়গুলোর খুটিনাটি  জানার চেষ্টা করেন। এরপর কমিটির সদস্যরা যান ৫ নম্বর ক্যাম্পে। সেখানে  উপস্থিত ৫০ জনের বেশি রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। 
এই সময়ে রোহিঙ্গারা জানায়, যে কোন মূল্যে তারা স্বদেশে ফিরতে চায়।
প্রতিনিধি দলটি শিশু শিক্ষা কার্যক্রম  সেন্টার ও ঘুমধুমস্থ ট্রানজিট  সেন্টার পরিদর্শন করেন।  পরে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে বৈঠক করেন ক্যাম্প ইনচার্জদের সঙ্গে।  
জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল জানান, রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ  আলাপ হয়েছে। স্বদেশে ফিরতে রোহিঙ্গারা বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন।  
কমিটির সভাপতি এ কে আবদুল মোমেন জানান, ক্যাম্পের পরিস্থিতি জানতে এই পরিদর্শন। আলাপ করে যা পাওয়া গেছে, তা নিয়ে সংকট নিরসনে সুপারিশমালা  প্রণয়ন করা হবে। 
এদিকে, পরাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ সফরে কক্সবাজার রয়েছেন। তিনি বিকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠকে উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat