×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ৪৩৪৫৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, সাহারা খাতুন ছিলেন সৎ ও আদর্শের মূর্ত প্রতীক। তার আদর্শিক গুণাবলী গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে।  
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সংকটকালে সাহারা খাতুনের দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা, মেধা ও সিদ্ধান্তে আমরা নেতা-কর্মীরা আন্দোলন করেছি। তিনি একজন রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। তার কাজ ও আদর্শ অনুসরণ ও অনুকরণ করে আমাদের রাজনীতি করা উচিত। তিনি সব সময় নিরব থাকতেন এবং দেশ ও রাজনীতি নিয়ে ভাবতেন। তিনি প্রধানন্ত্রীর একান্ত আপনজন ছিলেন। সততা ও নিষ্ঠার জন্য তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সাপ্তাহিক গণবাংলা আয়োজিত আলোচনা ও শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ উপনেতা একথা বলেন। 
বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি (সাহারা খাতুন) যে হঠাৎ অসুস্থ হয়ে বিদায় নেবেন- তা আমার জানা ছিল না। একজন আদর্শ ও নীতিবান নেতা হতে হলে তাকে অনুসরণ ও অনুকরণ করলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতি উপকৃত হবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।’
শোক ও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য শামসুন নাহার ও মেহের আফরোজ, শিরিন নাঈম পুনম, প্রফেসর রেহানা খানম, শবনম জাহান শিলা, লায়ন মশিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের  খান। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম এবং সঞ্চালনায় ছিলেন ড. মোহাম্মদ জগলুল কবির। এছাড়া, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সংশ্লিষ্ট নেতা কর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat