×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৫৬৫৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া বানাতে চায় তারাই এ ধরণের হত্যাযজ্ঞ চালিয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এমন হতে দেখেছি।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় বন্দরের ৬ হাজার ৭শ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী পরে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চট্টগ্রামে স্থানীয় কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিদেশ থেকে উস্কানি পেয়ে  হত্যাযজ্ঞ চালানোর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলন যখনই শান্তিপূর্ণ সমাধানের দিকে যাচ্ছিল ঠিক তখনই স্বার্থান্বেষী মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তাড়াহুড়ো করে ঢাকার শহরে অগ্নিসন্ত্রাস, তান্ডব, বিভিন্ন স্থাপনায় হামলা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা, মেট্রোরেল স্টেশন পুড়িয়ে দেয়া, সেতু ভবন, ডাটা সেন্টারসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন ও স্থাপনা পুড়িয়ে দিয়েছে। পরিত্যক্ত দেশ হিসেবে তৈরি করার এ মহাপরিকল্পনায় তাদের উদ্দেশ্য ছিল সমগ্র পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেয়া। বাংলাদেশকে ভিখারি রাষ্ট্রে পরিণত করা, দেশকে উন্নতি হতে না দেয়া।
তিনি বলেন, দেশের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সঠিক এই সিদ্ধান্তের কারণে তাদের সেই ষড়যন্ত্রের রাজনীতি প্রতিহত হয়েছে, মানুষ আশ্বস্ত  হয়েছে।
মানবদরদী, দেশদরদী শেখ হাসিনা সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে উল্লেখ  করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন তাদের একমাত্র বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে তারা উৎখাত করতে চায়, যা কখনোই সম্ভব নয়।
কারফিউ জারির শুরুতে দেশের সার্বিক অবস্থা ফিরে আসতে শুরু করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম বন্দর এক মিনিটের জন্য বিচ্ছিন্ন হতে দেয় নাই।  বর্তমান সংকটকে করোনা পরবর্তী মানব সৃষ্ট  মহামারি বলে অভিহিত করে সাহস, দেশপ্রেম ও বন্দরের প্রতি ভালোবাসা নিয়ে, এটিকে সচল রাখার জন্য বন্দরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী শ্রমিকদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat