সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এডিবি ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নারী খেলোয়াড়দের বাইসাইকেল , নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ করা হয় ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির দিক নির্দেশনায়
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ সহ প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ১৩ টি হুইল চেয়ার, সেলাই মেশিন ৩০টি , ১৬ টি বাইসাইকেল ও ১০টি ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করেন।