×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ২৩৪৩২৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, স্থানীয় সরকার সংশ্লিষ্ট এডিবির সঙ্গে বিদ্যমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ টেকসই হতে হবে।  
তিনি আজ বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন। 
বৈঠকে এ এফ হাসান আরিফ জানান, দীর্ঘদিন সিভিল সোসাইটির সঙ্গে কাজ করার সুবাধে স্থানীয় সরকারের সমস্যাগুলো সম্পর্কে তিনি অবগত আছেন। এই সমস্যাগুলোর সমাধানের জন্য এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা দরকার।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংককে বাংলাদেশের একটি অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন,  স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ২২৭টি প্রকল্পের মধ্যে এডিবি’র সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে ১৫টি প্রকল্পে। আরও ১১টি প্রকল্পের পাইপলাইনে আছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন ও প্রস্তাবিত প্রকল্পগুলোও বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে হবে। 
স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কাজের সমস্যা যাতে না হয়, সেজন্য ইতোমধ্যে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগ করা প্রশাসকরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আগের চেয়ে বেশি শক্তিশালী ও গতিশীল করতে সক্ষম হবে। 
এডিমন গিন্টিং বলেন, পূর্বের ন্যায় বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গেও এডিবি আন্তরিকতার সঙ্গে কাজ করবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রতিষ্ঠান দুটিকে আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন। 
তিনি আরো জানান, এছাড়া উপজেলা ও পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণ করে গতিশীলতা বৃদ্ধি করা দরকার।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিকল্পনা এ.কে.এম সহিদ উদ্দিন, এডিবি'র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিনাংবো নিন, এডিবি'র হেড কান্ট্রি অপারেশন না ওন কিম সহ স্থানীয় সরকার বিভাগ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat