×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৪
  • ২৩৪৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলায় বন্যা পরবর্তী পুনর্বাসনে করণীয় প্রসঙ্গে নাগরিক সংলাপ আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি শীর্ষক একটি বেসরকারি প্রতিষ্ঠান।
আজ শনিবার বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ে জোর দেন।
সভায় জেলা প্রশাসনের তথ্যসূত্রে আলোচকরা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দেড় লক্ষাধিক। সর্বাধিক ক্ষতি হয়েছে কৃষিখাতে।
যথাযথ পুনর্বাসনে সভায় বক্তারা বলেন, ফেনীর উত্তরাঞ্চলে টেকসই মুহুরী-কহুয়া-সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করতে হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা অনুসরণ করে সরকারি-বেসরকারি উদ্যোগ সমন্বয় করা, কৃষি প্রণোদনার ক্ষেত্রে নিঃস্ব কৃষকদের প্রাধাণ্য দেওয়া, সহজশর্তে কৃষি ঋণ নিশ্চিত করা, স্বেচ্ছাশ্রমে মানুষকে উদ্বুদ্ধ করা, সামাজিকভাবে ক্ষুদ্র সমস্যা নিরসন করা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া সাজাতে হবে। এসব কাজে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে।
সভায় বক্তব্য রাখেন- বেসরকারি সংগঠন ইসলামিক এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক আবু তাহের নাসির, জেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহীম, ফেনী সরকারি কলেজ দর্শন বিভাগের প্রভাষক মোহাম্মদ মীর হোসেন মজুমদার, বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল আজিজ, প্রবীন সাংবাদিক আবু তাহের ভূঞা, আবদুর রহিম, মোহাম্মদ শাহাদাত হোসেন, আরিফ রিজভী, স্বেচ্ছাসেবক ওমর গনি রাসেল, আমিরুল ইসলাম ও মো. ফয়সাল প্রমুখ।
সিজিডি চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
নাগরিক সংলাপে আরও অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধি, ফেনীতে বিষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat