×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১০-১৩
  • ৪৩৪৫৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে অবদান রাখা ৪০টি দেশ শনিবার শান্তিরক্ষীদের উপর সাম্প্রতিক ইসরাইলি হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

জাতিসংঘ থেকে এএফপি জানায়, পোলিশ জাতিসংঘ মিশনের এক্স-এ পোস্ট করা এবং শীর্ষ অবদান রাখা ইন্দোনেশিয়া, ইতালি, ভারতসহ দেশগুলো স্বাক্ষরিত যৌথ এক বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের কর্মকান্ড অবিলম্বে বন্ধ করা উচিত এবং যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

ঘানা, নেপাল, মালয়েশিয়া, স্পেন, ফ্রান্স, চীনসহ বাহিনীতে অবদান রাখা অন্যান্য দেশগুলো বিবৃতিতে স্বাক্ষর করে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের হামলায় সাম্প্রতিক দিনগুলোয় অন্তত পাঁচ শান্তিরক্ষী আহত হয়েছে। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) তাদের অবস্থানে ইসরাইলি সামরিক বাহিনী ‘ইচ্ছাকৃত’ গুলি চালানোর অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘৪০টি অবদানকারী দেশ লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি আনার প্রধান লক্ষ্য নিয়ে ইউনিফিল-এর মিশন ও কার্যক্রমের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনঃনিশ্চিত করছি।’ এতে আরো বলা হয়, ‘আমরা সংঘাতের পক্ষগুলোকে কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ইউনিফিল-এর উপস্থিতিকে সম্মান করার আহ্বান জানাই।’

প্রায় ৫০টি জাতীয়তার প্রায় ৯,৫০০ সৈন্য জড়িত থাকা ইউনিফিল-কে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ২০০৬ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৩৩ দিনের যুদ্ধ শেষ করে। সেই বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ১৭০১-এর ভূমিকাও শক্তিশালী হয়। 

শুক্রবার এক শীর্ষ সম্মেলনে ফরাসি, ইতালীয় ও স্প্যানিশ নেতারা বলেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের উপর এ হামলা রেজোলিউশন ১৭০১ লঙ্ঘন করেছে এবং এ ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat