×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ৬৫৫৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ মাস পর জাতীয় দলে ফিরেই টেস্ট ফরম্যাটে বল হাতে অসাধারণ পারফরমেন্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলি। 

সেরা হবার দৌড়ে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং স্পিনার নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেছেন নোমান। 

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নারীদের তালিকায় দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিনকে টপকে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দু’টিতে খেলেছিলেন নোমান। সিরিজে পিছিয়ে পড়েও নোমান ও সাজিদ খানের বোলিং নৈপুন্যে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তান। 

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। দুই টেস্টের চার ইনিংসে ১৩.৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরার পুরস্কার জিতেছেন এই বাঁ-হাতি স্পিনার। গত বছরের আগস্টে বাবর আজমের পর পাকিস্তানী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হলেন নোমান। 

গেল মাসে প্রথমবারের মত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিউজিল্যান্ড। শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া। ব্যাটিংয়ে ১৩৫ রান ও বল হাতে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন অ্যামেলিয়া। 

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat