×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১১-২৫
  • ২৩৪৩৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে দুস্থ অসহায় রোগীদের সেবা দিচ্ছে সরকার। হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের ‘রোগী কল্যাণ সমিতি’র মাধ্যমে বছরের পর বছর দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ, অস্ত্রোপাচারসহ চিকিৎসার যাবতীয় ব্যয় মেটাচ্ছে এ সংস্থা। এপর্যন্ত ১২ হাজার রোগীকে সেবা দিয়েছে সংস্থাটি। তবে সরকারি এ সেবা সর্ম্পকে না জানার কারণে অনেক হতদরিদ্র রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

খাগড়াছড়ি শহর সমাজ সেবা ভিভাগ সুত্রে জানা যায়, খাগড়াছড়িতে একশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী দুর্গম এলাকার হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অনেকেই আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় বহন করতে পারে না। বছরের পর বছর এসব হতদরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয় বহন করছে হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতি। চিকিৎসকের সুপারিশক্রমে বিনামূল্যে ওষুধ,অস্ত্রোপাচার কিংবা সুরক্ষা সামগ্রীর কিনে দেয় রোগী কল্যাণ সমিতি। বিনামূল্যে চিকিৎসা সামগ্রী পেয়ে  সুস্থ হয়ে উঠছে রোগী। সরকারি সেবা পেয়ে খুশি এসব অসহায় হতদরিদ্র রোগীরা।

পানছড়ির উল্টাছড়ি ঝুমা চাকমা জানান ,অসহায় রোগীদের চিকিৎসার জন্য যে টাকা দেয় এটা আমরা জানি না,অর্থের অভাবে যখন মেয়ের অপারেশন যখন করতে পারছিলাম না তখন  বিভিন্ন লোকের কাছে সাহায্য সহযোগিতার জন্য সাহায্য প্রার্থনা করছিলাম তখন এক সাংবাদিক আমাদের কে হাসপাতালের শহর সমাজ সেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির লোক জনের কাছে নিয়ে আসে ।সেখানে রোগীর অবস্থা ও পরিবারের আর্থিক অবস্থা দেখে আমার মেয়ের চিকিৎসার সমস্ত ব্যয় ভার বহন করে । এতে আমি ও আমার পরিবার খুবই খুশি ।একই কথা জানালেন, প্রত্যন্ত লোগাং এলাকার  সুপার জ্যোতি চাকমা। তিনি জানান সরকার যে দরিদ্র অসহায় লোক জনের চিকিৎসার জন্য হাসপাতালের বাহিরের থেকেও চিকিৎসার অর্থ পাওয়া যায় এটা আমরা জানতাম না ।

খাগড়াছড়ি সদর হাসপাতাল এর আবাসিক মেডিকেল অফিসার,ডা.রিপল বাপ্পী চাকমা জানান ,প্রতিবছর রোগী কল্যাণ সমিতির মাধ্যমে জেলা ,উপজেলা হাসপাতালে দরিদ্র রোগীদের সেবা দিয়ে আসলেও প্রচারণার অভাবে অনেক রোগীই এ সেবা সর্ম্পকে জানে না। হাসপাতালে ভর্তি হওয়া গরীব রোগীদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সেবা দেয়া হয় বলে জানান এ চিকিৎসক।

হাসপাতাল সমাজ সেবা কার্যালয়ের ,সমাজ সেবা কর্মকর্তা  নাজমুল আহসান,জানান চিকিৎসকের পরামর্শ অনুসারে তথ্য যাচাই বাছাই করে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে প্রতিদিন  ৩ থেকে ৫ জন রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়ে থাকি।এ নিয়ে প্রায় ১২ হাজার রোগীকে সেবা দিয়েছে সংস্থাটি।তবে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম সর্ম্পকে প্রচারণা বাড়লে অনেক অসহায় রোগী এ সেবা সর্ম্পকে জানতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat