×
ব্রেকিং নিউজ :
ফ্রেমে ফ্রেমে অপরূপ পঞ্চগড় নীলফামারীতে হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবার ও আহতদের মধ্যে অর্থ সহায়তা বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে জগদ্ধাত্রী পূজা শুরু নীতিনির্ধারণে নমনীয়তা ও নাগরিক দায়িত্বের ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ যুক্তিবোধে উজ্জীবিত তরুন প্রজন্ম নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ : চসিক মেয়র গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল দেশের পুষ্টি ও অর্থনীতিতে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : সচিব শিশুদের স্বাস্থ্যবিধি, প্রজনন স্বাস্থ্য ও আত্মসচেতনতা সম্পর্কে শেখানো জরুরি : পরিবেশ উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৩৪৪৫৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ক্রিস্টিয়ানো রোনালদোকে যেন থামানোই যাচ্ছে না। গোলের পর গোল করেই যাচ্ছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। এবার জোড়া গোল করে আল নাসরকে জেতালেন তিনি।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাকের বিপক্ষে মুখোমুখি হয় রোনলাদোর আল নাসর। ঘরের মাঠের লড়াইয়ে একাই আলো কেড়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো ম্যাচের দুটি গোলই করেছেন এই তারকা। দল জিতেছে ২-০ ব্যবধানে।   
এর আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল-ঘারাফার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলে জেতা ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। সেই ফর্ম লিগেও ধরে রাখলেন আল নাসরের অধিনায়ক।
ঘরের মাঠ আল-আওয়াল পার্কে শুরু থেকেই লিগ পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দামাককে চেপে ধরে আল নাসর। ১৭তম মিনিটে তারা গোলের দেখাও পেয়ে যায়। নিজেদের বক্সে দামাক ডিফেন্ডার আব্দেলকাদেরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগ কাজে লাগিয়ে দারুণ এক স্পটকিকে বল জালে পাঠিয়ে দেন রোনালদো।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ১০ জনের দলে পরিণত হয় দামাক। আল নাসরের মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন দামাকের বেদ্রানে। ডিফেন্ডার হারিয়ে আরও চাপে পড়ে যায় সফরকারীরা। যার ফলে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।  

৭৯তম মিনিটে বাঁদিক থেকে নওয়াফ বুশালের কাটব্যাকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষভেদ করেন পর্তুগিজ তারকা। এটি তার ক্যারিয়ারের ৯১৫ তম গোল। ৩০ বছর হওয়ার পর ৪৫২টি! এ মৌসুমে এখন পর্যন্ত জাতীয় দল ও ক্লাবের জার্সিতে তার গোলসংখ্যা ২০টি, আছে ৪টি অ্যাসিস্টও।

এই জয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট হলো আল নাসরের। যদিও তাদের অবস্থান এখনো তিনেই। তবে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়েছেন রোনালদোরা।

আর দুইয়ে থাকা আল-হিলালের সংগ্রহ ২৮ পয়েন্ট। কিন্তু শীর্ষ দুই দলই আল নাসরের চেয়ে একটি করে কম ম্যাচ খেলেছে। আল-নাসরের কাছে হেরে যাওয়া দামাক ১৪ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat