×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-১২-০১
  • ২৩৪৩৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা, মুনাফা ও সেবা বৃদ্ধির প্রত্যয় নিয়ে এর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ধুমধাম ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন। এছাড়া খুলনার মোংলা বন্দর ভবন, প্রধান ফটক, জেটি, জাহাজ ও মংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) কার্যালয় ভবন ও প্রধান ফটকে আলোকসজ্জা করা হয়েছে। জেটিতে নোঙর করা সব দেশি-বিদেশি জাহাজ দুপুর ১২.০১ মিনিটে একযোগে বাঁশি বাজায়।

এ উপলক্ষে এমপিএ চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের নেতৃত্বে একটি র‌্যালি এমপিএ প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বন্দর এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পর জেটির প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর অনেক সংগ্রাম এবং বিপত্তির মধ্য দিয়ে গেছে উল্লেখ করে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, এখন এটি দেশের অন্যতম ব্যস্ততম সমুদ্রবন্দর।

চালনা বন্দও কর্তৃপক্ষের আইন অনুসারে, ১৯৮৭ সালে এর নাম চালনা বন্দর কর্তৃপক্ষ হিসাবে নির্ধারণ করা হয়েছিল এবং পরে এর নাম পরিবর্তন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ করা হয়।

আলোচনা সভায় এমপিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, খুব শিগগিরই মোংলা বন্দর শিপিং কেন্দ্রে পরিণত হবে। চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ পুরোদমে চলছে উলে¬খ করে এমপিএ চেয়ারম্যান বলেন, বিদেশি জাহাজ নির্বিঘ্নে চলাচলের জন্য বন্দর চ্যানেলে ৬৯টি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে। মোট ৪৭টি জাহাজ জেটি, মুরিং, বয়া ও নোঙ্গরসহ বন্দরের ডকে  ভেড়ানোর সুবিধা ভোগ করছে। এছাড়া হিমায়িত খাবার সংরক্ষণের জন্য ১৬১টি রেফার প্লাগ পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং ১৩৬টি আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং টাগবোটের মধ্যে ৩২টি হেল্পিং ভেসেল সুবিধা বিদ্যমান রয়েছে।

পরে প্রধান অতিথি ৩২ জন এমপিএ কর্মকর্তা, কর্মচারী এবং ২৯টি বন্দর ব্যবহারকারী সংগঠনের মধ্যে তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে  ২ ডিসেম্বর, ২০২৩ থেকে ১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত  পিআরএল ছুটি সম্পন্ন করা এমপিএ কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপিএ ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, সদস্য কাজী আবেদ হোসেন, ড. এ কে এম আনিসুর রহমান, কালাচাঁদ সিংহ, স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো. নুরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat